কুষ্টিয়ার খোকসার মেয়ে বিভাগীয় পর্যায়ে ২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী দিনমজুর রবিউল এর কন্যা শারমিন সুলতানা। বুধবার সকালে খুলনা পিটিয়া ইনস্টিটিউট মাঠে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় খুলনা বিভাগের মধ্যে ১০০ মিটার দৌড় এবং দীর্ঘ লম্ফ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সারমিন।
বুধবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন, শিক্ষা ও আইসিটির ডক্টর ফারুক আহামমদ ও বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ মসলেম উদ্দিন এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। শারমিনের এ কৃতিত্বের পিছনে তার স্কুলের শিক্ষক দের বেশি অবদান রয়েছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার বাবা রবিউল ইসলাম জানান।
তিনি আরো বলেন, আমি গরিব আমার মেয়েকে তেমন কেয়ার করতে না পারলেও স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে পড়াশোনা ও খেলাধুলার বিষয় বিশেষভাবে চেষ্টায় আমার মেয়ে আজ সফলতা অর্জন করেছে।
রবিউল ইসলাম বলেন, তার মেয়ে যেন জাতীয় পর্যায়ে সফলতা লাভ করে এজন্য সবার কাছে দোয়া চান। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ সাইদুল ইসলামের সঙ্গে কথা তিনি বলেন শারমিনের এই অর্জনের জন্য আমরা গর্বিত এর পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণের। তাদের এই চেষ্টায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। আমি আশা রাখি আগামীতে শারমিন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করবেন। শারমিন উপজেলা চকহরিপুর গ্রামের রবিউল ইসলাম ও শাহানা বেগমের দ্বিতীয় কন্যা।
প্রিন্ট