রাজশাহীর তানোরে যুবলীগ কর্মী আলোচিত জিয়ারুল হত্যাকান্ডের ঘটনায় ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১৫ র্যাবের অভিযানে কক্সবাজার থেকে প্রধান আসামি আবুল হাসান মেম্বারসহ ৩ জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন প্রধান আসামি তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ও ইউপি সদস্য আবুল হাসান (৪২) এবং শাহীন আলম;(২৫) ও বিলশহর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র রাশেল ইসলাম (৩০)। এদের কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে আটক করা হয়েছে।
অপরদিকে একই দিন র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিট্রন (ডিএমপি) মিরপুর মডেল থানা এলাকা হতে দু’জনকে আটক করেছেন।
- আরও পড়ুনঃ ফরিদপুরে টুয়েলভের আউটলেট উদ্বোধন
আটককৃতরা হলেন তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র হাকিম বাবু
(৩৪) ও সাইদুলের পুত্র সুফিয়ান (৩৬)।
প্রিন্ট