ফরিদপুরে যাত্রা শুরু করেছে দেশের প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আউলেটের উদ্বোধন করা। ফিতা ও কেক কেটে ৪০ তম আউটলেটের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এবারের ঈদ উল ফিতরকে অনুষঙ্গ করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক কালেকশনকে প্রাধান্য দিয়ে ওয়েস্টার্নসহ এই দুই বিভাগেই ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোষাক নিয়েই বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোষাকও। ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং।
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ মাথায় রেখেই ফরিদপুরে এই আউটলেটটি খুলেছে টুয়েলভ কর্তৃপক্ষ। উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে টুয়েলভের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, সিওও মোঃ মতিউর রহমান, সজল মিত্র রিচার্ড, কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো: গাফফার হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফরিদপুরে নতুন আউলেট উদ্বোধন উপলক্ষ্যে আগামী ৪ মার্চ পর্যন্ত সেখানে সব পোষাকের ওপর ৩০% ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রিন্ট