আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১০:০০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৭:০৮ পি.এম
তানোরে আলোচিত জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৫
রাজশাহীর তানোরে যুবলীগ কর্মী আলোচিত জিয়ারুল হত্যাকান্ডের ঘটনায় ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১৫ র্যাবের অভিযানে কক্সবাজার থেকে প্রধান আসামি আবুল হাসান মেম্বারসহ ৩ জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন প্রধান আসামি তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ও ইউপি সদস্য আবুল হাসান (৪২) এবং শাহীন আলম;(২৫) ও বিলশহর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র রাশেল ইসলাম (৩০)। এদের কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে আটক করা হয়েছে।
অপরদিকে একই দিন র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিট্রন (ডিএমপি) মিরপুর মডেল থানা এলাকা হতে দু'জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র হাকিম বাবু
(৩৪) ও সাইদুলের পুত্র সুফিয়ান (৩৬)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha