‘পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক’ এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাতাড়ের বলগোনা শাখার উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পন্ন হয়েছে আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রাহক এবং সাধারণ মানুষ।
জানা গেছে, পশ্চিমবঙ্গ ‘গ্রামীণ ব্যাঙ্ক’ এর বলগোনা শাখায় গ্রাহক সংখ্যা প্রায় ২৫ হাজার। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের স্বল্প সুদে ঋণ প্রদানসহ বিভিন্ন পরিষেবা রয়েছে তাদের। এসব গ্রাহক এবং এলাকার মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করে তারা।
স্বাস্থ্য শিবিরে গ্রাহকদের মিষ্টিমুখ করা এবং ডাক্তার বাবুদের উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।
জনৈক গ্রাহক জানান, বিগত দিনের তুলনায় বর্তমানে বলগোনা গ্রামীণ ব্যাংক শাখায় উন্নততর পরিষেবা ব্যবস্থা রয়েছে। গ্রামীণ ব্যাংক কর্মীদের কাছ থেকে উন্নততর পরিষেবা পেয়ে সন্তুষ্ট গ্রাহকরা।
প্রিন্ট