রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশ্মশান কমিটির উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে মাঘী পূর্ণিমা উৎসব-২০২৪ শুরু হয়েছে। মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা, ৮৫তম ৭২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে মঙ্গল শোভাযাত্রা শুরুর আগে মাঘী পূর্ণিমা উৎসবের উদ্বোধন করা হয়।
পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাসের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্ত্তিক সাহা), পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দীপক কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুন্ডু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মোদী, বিকাশ দাস, চন্ডীচরণ ঘোষ ও গোবিন্দ দত্তসহ মাঘী পূর্ণিমা উৎসব-২০২৪ উদযাপন কমিটি ও পাংশা আদি মহাশ্মশান কমিটিসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ তানোরে আলুর দাম নিয়ে কৃষকদের দুশ্চিন্তা
জানা যায়, বিকাল ৫টায় পাংশা আদি মহাশ্মশান চত্বর থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাংশা আদি মহাশ্মশান চত্বরে ফিরে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রিন্ট