সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়নের রঘুর গাঁতী গ্রামে কৃষক কৃষানীদের নিয়ে উঠান বৈঠক ও বৃক্ষ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) সকালে রঘুর গাঁতী কেন্দ্রীয় কবরস্থান মাঠে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে। ২০২৩-২৪ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষক ও কৃষাণীর উঠান বৈঠকে বৃক্ষ ও পুষ্টি প্লেট বিতরণ করা হয়েছে।
সেখানে বিশ জন কৃষক কৃষাণীকে একটি আমগাছ, লিচু গাছ, শীম বীজ, মিঃ কুমড়া বীজ, ঢেঁড়শ বীজ, পুষ্টি লিফলেট, পুষ্টি কার্ড, বিলাতী ধনিয়া এর বীজ বিতরণ করা হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা এস. এম. শাহীন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, মোঃ মনি সেখ।
এ সময় কৃষক ও কৃষানী ছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রিন্ট