যশোরে বহুলালোচিত উড়ো চিঠিতে বিচারককে হুমকি মামলার দুই আসামিকে জামিন দিয়েছে আদালত। একই সাথে এ মামলার অপর আসামি অ্যাডভোকেট নব কুমার কুন্ডুর জামিন নামঞ্জুর করা হয়েছে।
সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দিয়েছেন। জামিন প্রাপ্ত আসামিরা হলো, রবিউল ইসলাম রুবেল ও মিহির কুমার সাহা। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি চরমপন্থি পরিচয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ডাকঘরের মাধ্যমে উড়োচিঠি পাঠিয়েছিলেন আইনজীবী নব কুমার কুন্ডু। এ কাজে তাকে সহায়তা করেন রবিউল ইসলাম রুবেল ও মিহির কুমার সাহা।
পরবর্তীতে ডিবি পুলিশের এসআই মফিজুলন ইসলাম তথ্য প্রযুুক্তির সাহায্যে বিচারককে হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানোর সাথে জড়িত উল্লেখিত ৩ জনকে শনাক্ত পর আটক করেন। এরপর থেকে তারা কারাগারে আটক আছে। সোমবার তাদের জামিন আবেদন করা হলে বিচারক শুনানি শেষে ওই আদেশ প্রদান করেছেন।
প্রিন্ট