রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সুকদেবপুরপুর্বপাড়া (মুন্নাকুড়ি) গ্রামে মাত্র ২০০ মিটার রাস্তার জন্য প্রায় ৫০টি পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে এসব মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কারণ কাদাময় পিচ্ছিল এই রাস্তায় যাতায়াতের সময় পা পিছলে পড়ে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনকি সেই আশঙ্কায় এসব পরিবারের অনেক বয়োজ্যেষ্ঠরা বাড়ির বাইরে আসতে পারে না।
গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিনেও প্রশস্ত না করায় কোমলমতি শিশুদের বর্ষা মৌসুমে
স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পুকুর পাড় দিয়ে পায়ে হাটা যতটুকু রাস্তা ছিল, প্রটেকশন ওয়াল না থাকায় তার অর্ধেক রাস্তা পুকুরের পেটে গেছে। গ্রামবাসী এবিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে তিন নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুল আলিম বলেন, এই রাস্তাটি প্রশস্ত ও হেরিং বন্ড না করায় প্রায় ৫০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। তিনি এবিষয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মহলে দৌড়-ঝাঁপ করেও রাস্তার কোনো ব্যবস্থা করতে পারেননি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন বলেন, রাস্তাটি করা অতীবও জরুরী।
প্রিন্ট