ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo দিনাজপুর জেলা প্রশাসকের ফুলবাড়ী উপজেলায় মতবিনিময় সভা Logo তানোরে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ Logo মাগুরাতে এসএমসি’র পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন Logo অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রামে নারী ফুটবল প্রীতি ম্যাচ উপভোগ করলেন হাজারো দর্শক Logo বাঘায় উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা Logo ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় মিলন হত্যা মামলায় এজাহারে আসামিদের নাম না থাকায় ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়ায় মিলন হোসেন নামের যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে ৯ টুকরো করে পদ্মার চরে পুঁতে রাখা হয়েছিল। চাঞ্চল্যকর সেই ঘটনায় জড়িতদের ছয়জনকে আটক করেছে পুলিশ। খুনিরা পুলিশের কাছে হত্যাকাণ্ডের ব্যাপারে প্রাথমিক স্বীকারোক্তিও দিয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় মিলনকে হত্যা করা হয় তারই ভাড়া করা বাসায়। লোমহর্ষক এই ঘটনায় নেতৃত্ব দেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কুষ্টিয়ার কিশোর গ্যাং প্রধান এসকে সজীব। তাকে সহযোগিতা করেন আরও ৭/৮ জন। এ ঘটনায় নিহত মিলনের মা শেফালী খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার এসআই সাজু মোহন সাহাকে। আটককৃতরা হচ্ছে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার এসকে সজীব, হাউজিং ডি-ব্লক এলাকার সজল ইসলাম ও ইফতি খান, বোয়ালদহ কান্তিনগর গ্রামের জহির রায়হান ওরফে বাবু, কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ ও লিংকন। গতকাল বিকালে ওই ৬ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে (কুষ্টিয়া সদর আমলি আদালত) হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু এজাহারে আসামিদের নাম উল্লেখ না করায় ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হন। তিনি আসামিদের নাম-ঠিকানা উল্লেখ করে হত্যাকাণ্ডে কার কি ভূমিকা তা জানিয়ে পুনরায় এজাহার দাখিলের নির্দেশ দিয়েছেন ওসিকে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও এজাহারে তাদের নাম না থাকার বিষয়টি জেনে হতবাক উপস্থিত সাংবাদিকসহ সকলেই। এ ব্যাপারে ফোন দিলেও দায়িত্বশীল কোনো পুলিশ কর্মকর্তা কল রিসিভ করেননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের নির্দেশে মিলন হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন ও নিহত মিলনের ৯ টুকরো লাশ উদ্ধার এবং খুনিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। তিনি গতকাল দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, খুনিদের দেওয়া তথ্যে জানা যায়, কুষ্টিয়ার হাউজিং এলাকার চাঁদাগাড়া মাঠের ভেতর ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় বাসা ভাড়া নিয়ে মিলন হোসেন আউটসোর্সিং এবং বিভিন্ন জনের আইডি হ্যাক করে অনলাইন প্রতারণার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করতেন। বিষয়টি তার পূর্বপরিচিত সজল জানতেন। সজলই বিষয়টি এসকে সজীবসহ অন্যদের জানান। গত ৩১ জানুয়ারি সজল মোবাইল ফোনে মিলন হোসেনকে ডেকে আনেন ওই ভবনের ষষ্ঠ তলায়। পরে তাকে আটকে রাখেন। তারপর খুনিরা জড়ো হন সেখানে। মিলনের কাছে দাবি করা হয় মোটা অংকের চাঁদা। চাঁদা দিতে রাজি না হলে তার ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। একপর্যায়ে মিলন মারা যান। তখন দিশে না পেয়ে সজীবের সিদ্ধান্তে লাশ গুম করতে বাথরুমে নিয়ে ৯ টুকরো করা হয়। এর পর সেসব টুকরো পলিথিন ব্যাগে মুড়িয়ে চটের ব্যাগে ভরে সজীবের নেতৃত্বে ৪টি মোটরসাইকেল যোগে হরিপুর গ্রামের পাশে পদ্মার চরের বালুতে পুঁতে রাখার জন্য রওনা দেন খুনিরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খুনিরা রাত ৯টা ৩৮ মিনিটের সময় হরিপুর ব্রিজ পার হয়ে পদ্মার চরের দিকে যেতে দেখা গেছে। পরদিন মিলন বাসায় ফেরেননি। মোবাইলে না পেয়ে স্ত্রী মিমি খাতুন ওই রাতে মিলনের সন্ধান চেয়ে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জিডির সূত্র ধরে মোবাইলের কললিস্ট ট্রাকিংয়ের মাধ্যমে প্রথমে সজলকে আটক করে। এরপর কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে সজীবসহ অন্য ৫ জনকে আটক করা হয়। তাদের তথ্যে পদ্মা নদীর দুর্গম চরের বিভিন্ন স্থানের বালুর ভেতর পুঁতে রাখা ৯ টুকরো লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও ৫ জন জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজু মোহন সাহা জানান, আটককৃতদের তথ্যানুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নেতৃত্বে গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে নিহত মিলনের ৯ টুকরো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

নিহত মিলনের মা শেফালী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার অত্যন্ত ভালো ছেলেকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। খুনিদের এমন শাস্তি চাই, যেন আর কোনো মায়ের কোল এভাবে কেউ খালি করতে সাহস না পায়।’

 

কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা বলেন, ৩ জানুয়ারি নিহত মিলনের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। মিলন হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না বলেও জানান তিনি।

 

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে মিলন হোসেন লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করতেন। ১০ মাস আগে তিনি বিয়ে করেন। স্ত্রী মিমি খাতুনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ঈদগাহের পাশে ভাড়া বাড়িতে বসবাস করতেন। পুলিশের দাবি, সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে হ্যাকিংয়ের মাধ্যমে তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করতেন।

মিমি খাতুন বলেন, ‘আমার স্বামীকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসকে সজীব কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভাঙচুর ও ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। সেই মামলায় জেলও খাটেন তিনি। এ ছাড়া তার নামে চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে।

হাউজিং এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এসকে সজীবের নামে অনেক অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে একটি কিশোর গ্যাং পরিচালিত হয়। মিলন নামে যাকে হত্যা করা হয়েছে, সেও তাদের মতোই ছিল। তাদের কাজ ছিল ছেলেমেয়েদের ব্লাকমেইল করে চাঁদা দাবি করা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

কুষ্টিয়ায় মিলন হত্যা মামলায় এজাহারে আসামিদের নাম না থাকায় ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট

আপডেট টাইম : ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় মিলন হোসেন নামের যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে ৯ টুকরো করে পদ্মার চরে পুঁতে রাখা হয়েছিল। চাঞ্চল্যকর সেই ঘটনায় জড়িতদের ছয়জনকে আটক করেছে পুলিশ। খুনিরা পুলিশের কাছে হত্যাকাণ্ডের ব্যাপারে প্রাথমিক স্বীকারোক্তিও দিয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় মিলনকে হত্যা করা হয় তারই ভাড়া করা বাসায়। লোমহর্ষক এই ঘটনায় নেতৃত্ব দেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কুষ্টিয়ার কিশোর গ্যাং প্রধান এসকে সজীব। তাকে সহযোগিতা করেন আরও ৭/৮ জন। এ ঘটনায় নিহত মিলনের মা শেফালী খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার এসআই সাজু মোহন সাহাকে। আটককৃতরা হচ্ছে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার এসকে সজীব, হাউজিং ডি-ব্লক এলাকার সজল ইসলাম ও ইফতি খান, বোয়ালদহ কান্তিনগর গ্রামের জহির রায়হান ওরফে বাবু, কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ ও লিংকন। গতকাল বিকালে ওই ৬ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে (কুষ্টিয়া সদর আমলি আদালত) হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু এজাহারে আসামিদের নাম উল্লেখ না করায় ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হন। তিনি আসামিদের নাম-ঠিকানা উল্লেখ করে হত্যাকাণ্ডে কার কি ভূমিকা তা জানিয়ে পুনরায় এজাহার দাখিলের নির্দেশ দিয়েছেন ওসিকে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও এজাহারে তাদের নাম না থাকার বিষয়টি জেনে হতবাক উপস্থিত সাংবাদিকসহ সকলেই। এ ব্যাপারে ফোন দিলেও দায়িত্বশীল কোনো পুলিশ কর্মকর্তা কল রিসিভ করেননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের নির্দেশে মিলন হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন ও নিহত মিলনের ৯ টুকরো লাশ উদ্ধার এবং খুনিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। তিনি গতকাল দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, খুনিদের দেওয়া তথ্যে জানা যায়, কুষ্টিয়ার হাউজিং এলাকার চাঁদাগাড়া মাঠের ভেতর ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় বাসা ভাড়া নিয়ে মিলন হোসেন আউটসোর্সিং এবং বিভিন্ন জনের আইডি হ্যাক করে অনলাইন প্রতারণার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করতেন। বিষয়টি তার পূর্বপরিচিত সজল জানতেন। সজলই বিষয়টি এসকে সজীবসহ অন্যদের জানান। গত ৩১ জানুয়ারি সজল মোবাইল ফোনে মিলন হোসেনকে ডেকে আনেন ওই ভবনের ষষ্ঠ তলায়। পরে তাকে আটকে রাখেন। তারপর খুনিরা জড়ো হন সেখানে। মিলনের কাছে দাবি করা হয় মোটা অংকের চাঁদা। চাঁদা দিতে রাজি না হলে তার ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। একপর্যায়ে মিলন মারা যান। তখন দিশে না পেয়ে সজীবের সিদ্ধান্তে লাশ গুম করতে বাথরুমে নিয়ে ৯ টুকরো করা হয়। এর পর সেসব টুকরো পলিথিন ব্যাগে মুড়িয়ে চটের ব্যাগে ভরে সজীবের নেতৃত্বে ৪টি মোটরসাইকেল যোগে হরিপুর গ্রামের পাশে পদ্মার চরের বালুতে পুঁতে রাখার জন্য রওনা দেন খুনিরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খুনিরা রাত ৯টা ৩৮ মিনিটের সময় হরিপুর ব্রিজ পার হয়ে পদ্মার চরের দিকে যেতে দেখা গেছে। পরদিন মিলন বাসায় ফেরেননি। মোবাইলে না পেয়ে স্ত্রী মিমি খাতুন ওই রাতে মিলনের সন্ধান চেয়ে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জিডির সূত্র ধরে মোবাইলের কললিস্ট ট্রাকিংয়ের মাধ্যমে প্রথমে সজলকে আটক করে। এরপর কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে সজীবসহ অন্য ৫ জনকে আটক করা হয়। তাদের তথ্যে পদ্মা নদীর দুর্গম চরের বিভিন্ন স্থানের বালুর ভেতর পুঁতে রাখা ৯ টুকরো লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও ৫ জন জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজু মোহন সাহা জানান, আটককৃতদের তথ্যানুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নেতৃত্বে গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে নিহত মিলনের ৯ টুকরো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

নিহত মিলনের মা শেফালী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার অত্যন্ত ভালো ছেলেকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে। খুনিদের এমন শাস্তি চাই, যেন আর কোনো মায়ের কোল এভাবে কেউ খালি করতে সাহস না পায়।’

 

কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা বলেন, ৩ জানুয়ারি নিহত মিলনের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। মিলন হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না বলেও জানান তিনি।

 

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে মিলন হোসেন লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করতেন। ১০ মাস আগে তিনি বিয়ে করেন। স্ত্রী মিমি খাতুনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ঈদগাহের পাশে ভাড়া বাড়িতে বসবাস করতেন। পুলিশের দাবি, সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে হ্যাকিংয়ের মাধ্যমে তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করতেন।

মিমি খাতুন বলেন, ‘আমার স্বামীকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসকে সজীব কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভাঙচুর ও ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। সেই মামলায় জেলও খাটেন তিনি। এ ছাড়া তার নামে চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে।

হাউজিং এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এসকে সজীবের নামে অনেক অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে একটি কিশোর গ্যাং পরিচালিত হয়। মিলন নামে যাকে হত্যা করা হয়েছে, সেও তাদের মতোই ছিল। তাদের কাজ ছিল ছেলেমেয়েদের ব্লাকমেইল করে চাঁদা দাবি করা।


প্রিন্ট