খেলাধুলায় যুবদেরকে বেশি বেশি উৎসাহি করি, সুন্দর সমাজ গড়ি। কারন খেলাধূলা যুব সমাজকে মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) গোপালগঞ্জ সদর থানাধীন শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ ২০২৩-২৪ লীগ ম্যাচের অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ কালে এসব কথা বলেন। এর আগে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান গ্যালারীতে বসে ব্রাদার্স ইউনিয়ন লিঃ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ এর মধ্যে মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটি উপভোগ করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ ব্রাদার্স ইউনিয়ন লিঃ কে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। উক্ত ফুটবল ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর তারকা খেলোয়াড় ১১ নম্বর জার্সি পরিহিত মোঃ জাফর ইকবাল শৈল্পিক ফুটবল খেলে “ম্যান অব দ্যা ম্যাচ” বিবেচিত হন। ম্যাচ শেষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অতিথিরা ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর হাতে পুরস্কার তুলে দেন।
এসময় ওসি আনিচুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা কিশোর ও যুব সমাজকে খেলাধূলায় আরো বেশি বেশি উৎসাহি করি। তাহলে কিশোর এবং যুব সমাজ বিভিন্ন অপরাধ হতে দূরে থাকবে, আমাদের সমাজ হবে আরো সুন্দর, নিরাপদ ও উন্নত।
প্রিন্ট