ফরিদপুরের আলফাডাঙ্গাতে প্রতিপক্ষের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের বসতবাড়ি ভাঙচুর ও হামলা চালানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাসেল শেখসহ ১৮ জনের বিরুদ্ধে শনিবার দুপুরে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান তাজ মাহমুদুল হক খান।
অভিযোগ থেকে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের সাথেএকই গ্রামের রাসেল গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় রাসেল শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের বাড়িতে প্রবেশ করে। বীর মুক্তিযোদ্ধাকে বাড়িতে না পেয়ে একতলা ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। বাড়িটিকে জ্বালাইয়া দেওয়ার উদ্দেশ্যে জানালা দিয়ে ঘরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়।
- আরও পড়ুনঃ তানোরে আবাসিক সংযোগে সেচ বাণিজ্য
এসময় বাড়িতে থাকা লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। এ বিষয়ে জানতে রাসেল শেখের সাথে কথা হলে তাদের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন। লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো. সেলিম রেজা।
প্রিন্ট