শুক্রবার রাজবাড়ীর কালুখালী স্টেডিয়াম মাঠে শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্টের ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত এ খেলায় রাজবাড়ী ক্রিকেট একাদশ বনাম গনেশ দধি ভান্ডার একাদশ অংশ নেয়।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গনেশ দধি ভান্ডার টিমের অধিনায়ক জ্যাকি। সপ্নিল এবং রাব্বি ইনিংসের সূচনা করেন দলীয় ৪০ রানে।
একপর্যায়ে সপ্নিলকে হারায় রাজবাড়ী ক্রিকেট টিম। এরপর দলীয় ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজবাড়ী অধিনায়ক রোমান কিছুটা হাল ধরেন। ওয়ান ডাউনে নামা অনিক মাত্র ২২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এরপর মাত্র ২৩ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফাহাদ। নির্ধারিত ২০ ওভার শেষে রাজবাড়ী ক্রিকেট টিম ১৯৫ রান সংগ্রহ করে। উক্ত খেলায় গনেশ দধি ভান্ডার এর পক্ষে ইব্রাহিম ৩ তিনটি জ্যাকি, রিদয়, মাহফুজ, সামির ১ টি করে উইকেট সংগ্রহ করেন।
দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুন সূচনা এনে দেন মাহফুজ এবং জামির, ব্যাটিং পাওয়ার প্লেতে ৫০ রান সংগ্রহ করেন এরপর ৩৮ বলে ৫৯ রান করে দলীয় ১৫৯ রানে আউট হন এরপর লিপু মাহফুজের সাথে ২৪ রানের জুটি গড়েন। এদিন শুরু থেকেই অসাধারণ ক্রিকেট খেলা উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন মাহফুজ, মাত্র ৬০ বলে ১১০ রান (১৪) টি বিশাল ছক্কা এবং( ৩) তিনটি বাউন্ডারি দিয়ে তিনি শতরান পূর্ণ করেন। দলীয় ১৯১রানে আউট হন মাহফুজ। এরপর রিদয়ের হাত ধরে ৬ উইকেটের জয় পায় গনেশ দধি ভান্ডার। খেলা পরিচালনা করেন বিপুল হুসাইন ও রাকিবুল হাসান শোভন। খেলাটি সরাসরি সম্প্রচার করা এইচ.আর.এম ইংলিশের প্রতিষ্ঠাতা পরিচালক মো: রুহুল আমিন। উক্ত খেলার আয়োজক সিদ্দিক শিকদার আমাদের বলেন এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে খেলায় আনতে উজ্জীবিত করবে । আগামী বছরেও আমরা এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে চাই।
খেলা পুরস্কর অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য মো: ইউসুফ হোসেন মোল্লা,মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সাগর মন্ডল, ডব্লিউ রহমান, কানন, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট