প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তাথ শীর্ষক কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার রহনপুর আহমদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুঃ হুমায়ুন রেজা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন প্রমুখ।
- আরও পড়ুনঃ কুষ্টিয়া ভাব নগরের শীত বস্ত্র বিতরন
অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে ৫০ জনই ছাত্রী।এ ছাড়া প্রাথমিকের ৩০০ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা , মাধ্যমিকে ২২০ জন শিক্ষার্থীকে ৬০০০ টাকা করে ১৩ লাখ ২০ হাজার টাকা, ও কলেজর ১০০ জন শিক্ষার্থীকে ৯৫০০ টাকা করে ৯ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৬২০ জন শিক্ষার্থীর মধ্যে ২১ লাখ ৬৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
প্রিন্ট