প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তাথ শীর্ষক কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার রহনপুর আহমদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুঃ হুমায়ুন রেজা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে ৫০ জনই ছাত্রী।এ ছাড়া প্রাথমিকের ৩০০ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা , মাধ্যমিকে ২২০ জন শিক্ষার্থীকে ৬০০০ টাকা করে ১৩ লাখ ২০ হাজার টাকা, ও কলেজর ১০০ জন শিক্ষার্থীকে ৯৫০০ টাকা করে ৯ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৬২০ জন শিক্ষার্থীর মধ্যে ২১ লাখ ৬৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha