বাঘায় শয়ন কক্ষের আড়ায় গলায় ফাঁস দেওয়ানাইম হোসেন (২৫) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮ টায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে। দুই মাস আগে নিজ ইউনিয়নের অমরপুর গ্রামে বিয়ে করেছে।
গত চারদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে। স্ত্রী তামান্না খাতুন জানান, শুক্রবার সকাল ৭ টায় মুঠোফোনে তার সাথে কথা হলে তার বাবার বাড়ি আসতে বলেছি। পরে আর কথা হয়নি।
নাইম হোসেনের মা নাজেরা বেগম জানান, বিয়ের পর থেকে মানষিক রোগে ভ’গছিল। চিকিৎসকের ব্যবস্থাপত্রে ঔষধ সেবন করছিল। সকালেও ঘরে শুয়ে মুঠোফোনে কথা বলতে শুনেছেন। পরে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশি সাকিমসহ অন্যরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আড়ায় ঝুলতে দেখেন।
বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।
প্রিন্ট