রাজবাড়ীর কালুখালী উপজেলায় অগ্নি দগ্ধ হয়ে পিতা ও কন্যা আহত হয়েছে। বুধবার রাতে কালুখালীর মদাপুর ইউনিয়ন এর শিবানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে আহতরা হলেন বিশ্বজিত শীল (৪০) ও তার কন্যা বৃষ্টি শীল (১৪)।
বিশ্বজিত শীলের ভাই রামপ্রসাদ শীল জানায়, শীত নিবারনের জন্য বুধবার রাতে বিশ্বশীল ও তার কন্যা কাঠ দিয়ে জ্বালানো আগুন পোহাচ্ছিল। এ সময় বৃষ্টি শীলের কাপড়ে আগুন লেগে গেলে বিশ্ব তা নিভাইতে যায়। এতে সেও অগ্নিদগ্ধ হয়।
তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুনের হাত থেকে বাবা মেয়েকে উদ্ধার করে। এরই মাঝে আগুনে বাবা ও মেয়ের দুই পা পুড়ে যায়। রাতেই তাদেরকে কালুখালী উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।
প্রিন্ট