কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ময়না খাতুনকে গ্রেফতার করেছে র্যাব।
১৭ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়না খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ময়না খাতুন ২০১৫ সালে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামস্থ মনোয়ারা বেগমের বাড়ির সামনে হেরোইন কেনাবেচার সময় গ্রেফতার হন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার আগে থেকেই জামিনে বের হয়ে ময়না খাতুন আত্মগোপনে চলে যান। পরে প্রথম স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করেন। তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে ঢাকার সাভার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ময়না খাতুনের বিরুদ্ধে রায় ঘোষণার পর থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় র্যাব তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দীর্ঘ ৯ বছর পর ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রিন্ট