ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আগামীকাল এক দিনে দুই উপজেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার(৩০ ডিসেম্বর) তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারনা চালাতে এক দিনে দুই উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

প্রথমে সকাল ১১টায় টুঙ্গিপাড়ার উপজেলার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং  দুপুর ১টায় কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে দু’টি জনসভাস্থলে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মি আর  সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সপ্তম বারের সংসদ সদস্য। আওয়ামী লীগ অধ্যুষিত এই আসনে প্রায় শতভাগ ভোটারই আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়। এ আসন থেকে বরাবরই শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে থাকেন এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

এই আসনের নেতা-কর্মিরা ও ভোটারগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে নিজেদেরকে গর্বিত মনে করে থাকেন। কারন তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য দেশের প্রধানমন্ত্রী হন। এ আসনের ভোটারগণ আগামী ৭ জানুয়ারীর ভোটেও শেখ হাসিনাকে বিজয়ী করে টানা ৮ বারের সংসদ সদস্য এবং ৫ বারের প্রধানমন্ত্রী দেখতে চান। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এ আসনের আওয়ামী লীগের নেতা কর্মী ও ভোটারদের মধ্যে আনন্দ উদ্দীপনা বয়ে যাচ্ছে।

টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভাস্থলের স্টেজ নির্মান সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন তাঁর নির্বাচনী এলাকার আপামর নারী-পুরুষ। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার কথাও জানান তারা।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের দুই উপজেলায় এক দিনে দু’টি জনসভায় বক্তব্য দিলেও মূলত তিনি শুক্রবার ২৯ ডিসেম্বর বরিশালের জনসভায় বক্তব্য প্রদান শেষে সন্ধা রাতে টুঙ্গিপাড়ায় আসবেন এবং ওই দিন টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করবেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আগামীকাল এক দিনে দুই উপজেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার(৩০ ডিসেম্বর) তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারনা চালাতে এক দিনে দুই উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

প্রথমে সকাল ১১টায় টুঙ্গিপাড়ার উপজেলার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং  দুপুর ১টায় কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে দু’টি জনসভাস্থলে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মি আর  সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সপ্তম বারের সংসদ সদস্য। আওয়ামী লীগ অধ্যুষিত এই আসনে প্রায় শতভাগ ভোটারই আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়। এ আসন থেকে বরাবরই শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে থাকেন এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

এই আসনের নেতা-কর্মিরা ও ভোটারগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে নিজেদেরকে গর্বিত মনে করে থাকেন। কারন তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য দেশের প্রধানমন্ত্রী হন। এ আসনের ভোটারগণ আগামী ৭ জানুয়ারীর ভোটেও শেখ হাসিনাকে বিজয়ী করে টানা ৮ বারের সংসদ সদস্য এবং ৫ বারের প্রধানমন্ত্রী দেখতে চান। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এ আসনের আওয়ামী লীগের নেতা কর্মী ও ভোটারদের মধ্যে আনন্দ উদ্দীপনা বয়ে যাচ্ছে।

টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভাস্থলের স্টেজ নির্মান সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন তাঁর নির্বাচনী এলাকার আপামর নারী-পুরুষ। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার কথাও জানান তারা।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের দুই উপজেলায় এক দিনে দু’টি জনসভায় বক্তব্য দিলেও মূলত তিনি শুক্রবার ২৯ ডিসেম্বর বরিশালের জনসভায় বক্তব্য প্রদান শেষে সন্ধা রাতে টুঙ্গিপাড়ায় আসবেন এবং ওই দিন টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করবেন।

প্রিন্ট