ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যশোরে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

কাজী নূরঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবী থানা, যশোর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পেশাজীবী থানা, যশোর শাখার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এবং পেশাজীবী থানা, যশোর শাখার সেক্রেটারি আবু ফয়সাল ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানার অফিস সেক্রেটারী গওসুল আজম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন।

 

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। ইনসাফ ভিত্তিক উন্নত-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

জেলা আমীর আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক, লেখক ও গবেষক এবং বহুমাত্রিক জ্ঞান চর্চাকেন্দ্র ‘প্রাচ্যসংঘ’ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এমএআর মশিউর, একুশে টিভি’র শিকদার খালিদ, দিগন্ত টিভি ও নিউজজোন বিডি’র তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

 

সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল

error: Content is protected !!

যশোরে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :

কাজী নূরঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবী থানা, যশোর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পেশাজীবী থানা, যশোর শাখার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এবং পেশাজীবী থানা, যশোর শাখার সেক্রেটারি আবু ফয়সাল ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানার অফিস সেক্রেটারী গওসুল আজম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন।

 

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। ইনসাফ ভিত্তিক উন্নত-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

জেলা আমীর আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক, লেখক ও গবেষক এবং বহুমাত্রিক জ্ঞান চর্চাকেন্দ্র ‘প্রাচ্যসংঘ’ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এমএআর মশিউর, একুশে টিভি’র শিকদার খালিদ, দিগন্ত টিভি ও নিউজজোন বিডি’র তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

 

সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট