চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউনিয়নের আসানপুর ব্লকে ” বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ও উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১” এর শীর্ষক মাঠদিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজস্ব খাতের অর্থায়নে ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর ব্লকে বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ও উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ এর শীর্ষক প্রদর্শনীর মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে টেলিকন ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, বিনা ময়মনসিংহ এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক মোঃ সিদ্দিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ডিএই ড. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপ-সহকারী কৃষি কৃষি কর্মকর্তা মোঃ রইশুদ্দিন, কৃষকমুঞ্জর হোসেন ও কৃষাণী মোসাঃ সাবিনা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিনা সরিষা-১১ এ জাতটি খুবই স্বল্পমেয়াদী একটি আধুনিক জাত। এর জীবনকাল ৮০-৮৫ দিন। গড় ফলন বিঘা প্রতি ৭ মন।এতে কৃষক অনেক লাভবান হয়। ফলে আমদানীকৃত তেলের উপর নির্ভর না হয়ে আমরা যদি নিজ নিজ এলাকায় পতিত জমি ফেলে না রেখে সরিষার চাষ করতে পারি তাহলে আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে আর তেল আমদানি করতে হবেনা।
এছাড়াও বক্তারা মাঠ দিবসে সরিষা চাষের আরোও গুরুত্ব, তেল হিসেবে সরিষার উপকারীতা ও উপযোগীতা এবং সরিষা সংগ্রহকালীন সময় ও সংগ্রহোত্তর করণীয় সম্পর্কে উপস্থিত কৃষকদের পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য এই ব্লকে ৪৭ জন কৃষক ৫০ একর জমিতে বিনা সরিষা-১১ চাষ করেছেন।
প্রিন্ট