ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যানজট মুক্ত করতে মেইন রোডে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে থানা পুলিশ।
মঙ্গল বার (২৬ ডিসেম্বর) থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান এর নেতৃত্বে থানা এলাকার মেইন রোডের দু-পাশ দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়।
এসময় তিনি যানজটের মাধ্যমে সৃষ্ট হওয়া জন দুর্ভোগ লাগবে মেইন রোডের দুই পার্শ্বে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং না করাসহ পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপর না রাখার ব্যাপারেও সচেতন করেন। যানজট নিরসনে থানা অফিসার ইনচার্জ এর এমন উদ্যোগে স্বস্তির ডেকর তুলছেন জনসাধারণ।
সাইদুল ইসলাম নামে এক রিকশা চালক বলেন, প্রায় দুই যুগ ধরে থানার রাস্তার দু-পাশ অবৈধভাবে দখল করে অস্থায়ী দোকান বসিয়ে ফুটপাত বন্ধ করে দিয়েছে।
এতে করে লোকজন ফুটপাত দিয়ে চলতে না পেরে মেইন রাস্তায় নেমে চলাচল করে। যার কারনে যানজটের সৃষ্টি হয়। ওসি স্যারের এ অভিযানে আমরা খুশি।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, যানজট নিরসনে আমাদের সকলের নৈতিক দায়িত্ব রয়েছে। যানজট মুক্ত রাখতে ফুটপাতে কোনো দোকান বসতে দেওয়া হবেনা। সেইসাথে রাস্তার পাশে অবৈধভাবে কোন যানবাহন পার্কিং না করতেও দোকানদার ও পথচারীদের সচেতন করেছি।
প্রিন্ট