ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু Logo স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হামলার অভিযোগ তুলে ৪ বাড়িতে ভাংচুর Logo কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পাববেনাঃ -আব্দুল হান্নান মাসউদ Logo রাঘববোয়ালদের আটক না করে অস্ত্র উদ্ধারের নামে নাটক করেছে প্রশাসনঃ -আবুল কালাম আজাদ Logo লালপুরে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা Logo বাঘায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ Logo বাঘায় ঈদের আনন্দ শোকে পরিনত বিএনপি নেতা কচির পরিবারে Logo কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক Logo হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন Logo আজ ৩০শে মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ দিবস’
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পরিবর্তনের জন্য নোঙ্গর প্রতীকে ভোট দিবেনঃ -ড. কামরুল আহসান

দেশকে এগিয়ে নিতে নোঙ্গরকে শক্ত করে ধরতে হবে। বর্তমান তরুনরাই আগামীতে নের্তৃত্ব দিবেন,মুরুব্বি যারা আছেন তারা ছায়া দিবেন। নোঙ্গরের পক্ষ থেকে বাপ-মা,ভাই-বোন, শিক্ষক সহ পরিচিতজন, আত্নীস্বজনের কাছে সালাম পৌঁছে দেওয়ার আহŸান জানিয়ে বলেন, তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে নোঙ্গর প্রতীকে ভোট দেন।

 

সোমবার(২৫ ডিসেম্বর) রাত ১০ টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ এর নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)দলের মুখ্য সমন্বয়কারী ড. কামরুল আহসান। তিনি আরো বলেন,অধ্যক্ষ সাহেব একজন ভালো মানুষ। ভাগ্যের পরিবর্তন আনতে হলে ভালো মানুষের পক্ষ নিতে হবে। তার হাতে নোঙ্গর প্রতীক দিতে পেরে আমরাও গর্বিত।

 

অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন,২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের ফল হবে বিজয়ের। এ সময় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চল্ চল্ চল্ কবিতার অংশ বিশেষ পাঠ করে বলেন, উষার দুয়ারে হানি আঘাত,আমরা আনিব রাঙা প্রভাত, আমারা টুটিব তিমির রাত বাঁধার বিন্ধা চল। চলরে নওজোয়ান শোনরে পাতিয়া কান,মৃত্যু-তোরণ দুয়ারে- দুয়ারে জীবনের আহবান।

 

তিনি আরো বলেন,আলোকিত বালাদেশ গড়ার জন্য স্বচ্ছ পরিছন্ন একটি দল বিএনএম। সেই দলের প্রার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিএনএম এর দলীয় প্রতীক নোঙ্গর প্রতীকে রাজশাহী-৬ আসনে(বাঘা চারঘাট) নির্বাচনী মাঠে লড়াই করতে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো জনগনের পাশে থাকবো।

 

 

বাঘা পৌর সভার বাঘা বাজারের পূর্বে মুসা মার্কেটে দলটির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটির সমন্বয়কারী রুবেল আহমেদ এর সঞ্চালনায় মত বিনিময সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী টুংকু মুকিত সহ দলীয় নেতাকর্মী।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!

পরিবর্তনের জন্য নোঙ্গর প্রতীকে ভোট দিবেনঃ -ড. কামরুল আহসান

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

দেশকে এগিয়ে নিতে নোঙ্গরকে শক্ত করে ধরতে হবে। বর্তমান তরুনরাই আগামীতে নের্তৃত্ব দিবেন,মুরুব্বি যারা আছেন তারা ছায়া দিবেন। নোঙ্গরের পক্ষ থেকে বাপ-মা,ভাই-বোন, শিক্ষক সহ পরিচিতজন, আত্নীস্বজনের কাছে সালাম পৌঁছে দেওয়ার আহŸান জানিয়ে বলেন, তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে নোঙ্গর প্রতীকে ভোট দেন।

 

সোমবার(২৫ ডিসেম্বর) রাত ১০ টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ এর নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)দলের মুখ্য সমন্বয়কারী ড. কামরুল আহসান। তিনি আরো বলেন,অধ্যক্ষ সাহেব একজন ভালো মানুষ। ভাগ্যের পরিবর্তন আনতে হলে ভালো মানুষের পক্ষ নিতে হবে। তার হাতে নোঙ্গর প্রতীক দিতে পেরে আমরাও গর্বিত।

 

অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন,২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের ফল হবে বিজয়ের। এ সময় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চল্ চল্ চল্ কবিতার অংশ বিশেষ পাঠ করে বলেন, উষার দুয়ারে হানি আঘাত,আমরা আনিব রাঙা প্রভাত, আমারা টুটিব তিমির রাত বাঁধার বিন্ধা চল। চলরে নওজোয়ান শোনরে পাতিয়া কান,মৃত্যু-তোরণ দুয়ারে- দুয়ারে জীবনের আহবান।

 

তিনি আরো বলেন,আলোকিত বালাদেশ গড়ার জন্য স্বচ্ছ পরিছন্ন একটি দল বিএনএম। সেই দলের প্রার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিএনএম এর দলীয় প্রতীক নোঙ্গর প্রতীকে রাজশাহী-৬ আসনে(বাঘা চারঘাট) নির্বাচনী মাঠে লড়াই করতে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো জনগনের পাশে থাকবো।

 

 

বাঘা পৌর সভার বাঘা বাজারের পূর্বে মুসা মার্কেটে দলটির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটির সমন্বয়কারী রুবেল আহমেদ এর সঞ্চালনায় মত বিনিময সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী টুংকু মুকিত সহ দলীয় নেতাকর্মী।


প্রিন্ট