নোয়াখালীর হাতিয়া উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে এম.সি.এস উচ্চ বিদ্যালয়, জাহাজমারা উচ্চ বিদ্যালয়, সোনাদিয়া এ, বারী দাখিল মাদ্রাসায় ও সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
রোববার (২৪ ডিসেম্বর) সোনাদিয়া এ,বারী দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থী প্রতিনিধিদের এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
আলোর মশালের সভাপতি গিয়াস উদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাদিয়া এ,বারী দাখিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক জনাব রফিক উদ্দিন।
সহসাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলোর মশাল সংগঠনের সিনিয়র সহসভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন উদ্দিন,অর্থ সম্পাদক বাকের উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ-প্রচার বিষয়ক সম্পাদক মামুন উদ্দিন,সদস্য অমিদ হাচান সোহাগ প্রমুখ।
মাদক মুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন সোহেল। তিনি বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যয়ে আলোর মশালের সদস্যরা ২০১০ সাল থেকে সামাজিক সেবামূলক কাজ করে আসছে।
প্রিন্ট