ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোকসা উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান নির্বাচিত ঘোড়া প্রতীকের প্রার্থী Logo কালুখালীতে স্বাস্থ্য সেবার মান পরিবর্তন! Logo কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে টিটু সুমন ও টুকটুকি বিজয়ী Logo ফরিদপুর তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা Logo তানোরে চেয়ারম্যান পদে ময়না, ভাইস চেয়ারম্যান তানভীর রেজা ও সোনিয়া নির্বাচিত Logo বাঘায় তিরস্কারমূূলক কথা বলার জেরে মারধর, আহত-৪ Logo নলছিটিতে চোরাই অটোরিকশাসহ আটক -২ Logo তীব্র গরমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়া রোগী Logo কুষ্টিয়া বিএডিসি (সার) অফিসের এডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ Logo কুষ্টিয়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলাঃ আচরণ‌বি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যো‌গে কাউন্সিলর আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রংপুরের ৬টি আসনে ২৮ নতুন মুখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি আসনে পুরোনোদের সঙ্গে নতুন প্রার্থীরা  প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত  কয়েকজন স্বতন্ত্রপ্রার্থী রযে়ছেন। দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী রযে়ছেন। এর মধ্যে নতুন মুখ ২৮ জন।
এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি , কল্যাণ পার্টি , জাসদ, ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপিসহ ১৪টি দল অংশগ্রহণ করছে। জানা গেছে,আওয়ামী লীগ ও জাতীয় পাটিরপ্রার্থী ছাড়া কযে়কটি রাজনৈতিকদল ও স্বতন্ত্র প্রার্থীর অনেকেই সাধারণ ভোটারের কাছে পরিচিত নন। শুধু সাধারণ মানুষ নয়,রাজনৈতিক নেতৃরন্দও অনেকপ্রার্থীকে চেনেন না।
ভোটাররা বলছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে সাধারণ মানুষজন চেনে । এসব দলের মার্কা ও মানুষজন জানেন। কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী হযে়ছেন তাদের সাধারণ ভোটাররা চেনে না। নামসর্বস্ব দলের প্রার্থীদের সঙ্গে এলাকার ভোটারদের কোনো যোগাযোগ নেই। এসব প্রার্থীর বেশির ভাগই জামানত হারাতে পারেন, অনেকে ধারণা করছেন।
যাচাই-বাছাইয়ে এসব আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে আপিলে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী বৈধতা ফিরে পেযে়ছেন। ৪২ জন প্রার্থীর ২৮ জন একেবারে নতুনমুখ। ভোটারের কাছে তারা মোটেও পরিচিত নন।
ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন, জাতীয়পার্টির ছয়, বাংলাদেশ কল্যাণপার্টির এক, জাকের পার্টির দুই, ন্যাশনাল পিপলস পার্টির পাঁচ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এক, তৃণমূল বিএনপির এক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এক, বাংলাদেশ কংগ্রেস পার্টির চার, বাংলাদেশ সুপ্রিম পার্টির দুই, জাসদের এক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট-বিএনএফের এক, কৃষক শ্রমিক জনতা লীগের এক, ইসলামিক ফ্রন্ট  বাংলাদেশের এক এবং স্বতন্ত্র ৯ জন নির্বাচন করছেন।
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) আসনে ১১ প্রার্থীর মধ্যে জাতীয়পার্টির  হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আসাদুজ্জামানের নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। তবে বাকি আটজন ভোটের মাঠে প্রথমবার দাঁড়িয়েছেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তিনপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম মো, আহসানুল হক চৌধুরী ডিউক ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল আগে সংসদ নির্বাচন করেছেন। অন্য প্রার্থীরা নতুন।
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক আসনে আট প্রার্থীর মধ্যে জাতীয়পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছাড়া বাকি সাত প্রার্থী প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশিও জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ছাড়া বাকি দুজন নতুন প্রার্থী।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৯ জনের সবাই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন করছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ)আসনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চোধুরী, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম যাদু এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হুমায়ুন ইজাজ লেভিনের সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা রহয়েছে। অন্য দুই প্রার্থী প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

খোকসা উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান নির্বাচিত ঘোড়া প্রতীকের প্রার্থী

error: Content is protected !!

রংপুরের ৬টি আসনে ২৮ নতুন মুখ

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি আসনে পুরোনোদের সঙ্গে নতুন প্রার্থীরা  প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত  কয়েকজন স্বতন্ত্রপ্রার্থী রযে়ছেন। দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী রযে়ছেন। এর মধ্যে নতুন মুখ ২৮ জন।
এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি , কল্যাণ পার্টি , জাসদ, ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপিসহ ১৪টি দল অংশগ্রহণ করছে। জানা গেছে,আওয়ামী লীগ ও জাতীয় পাটিরপ্রার্থী ছাড়া কযে়কটি রাজনৈতিকদল ও স্বতন্ত্র প্রার্থীর অনেকেই সাধারণ ভোটারের কাছে পরিচিত নন। শুধু সাধারণ মানুষ নয়,রাজনৈতিক নেতৃরন্দও অনেকপ্রার্থীকে চেনেন না।
ভোটাররা বলছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে সাধারণ মানুষজন চেনে । এসব দলের মার্কা ও মানুষজন জানেন। কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী হযে়ছেন তাদের সাধারণ ভোটাররা চেনে না। নামসর্বস্ব দলের প্রার্থীদের সঙ্গে এলাকার ভোটারদের কোনো যোগাযোগ নেই। এসব প্রার্থীর বেশির ভাগই জামানত হারাতে পারেন, অনেকে ধারণা করছেন।
যাচাই-বাছাইয়ে এসব আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে আপিলে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী বৈধতা ফিরে পেযে়ছেন। ৪২ জন প্রার্থীর ২৮ জন একেবারে নতুনমুখ। ভোটারের কাছে তারা মোটেও পরিচিত নন।
ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন, জাতীয়পার্টির ছয়, বাংলাদেশ কল্যাণপার্টির এক, জাকের পার্টির দুই, ন্যাশনাল পিপলস পার্টির পাঁচ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এক, তৃণমূল বিএনপির এক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এক, বাংলাদেশ কংগ্রেস পার্টির চার, বাংলাদেশ সুপ্রিম পার্টির দুই, জাসদের এক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট-বিএনএফের এক, কৃষক শ্রমিক জনতা লীগের এক, ইসলামিক ফ্রন্ট  বাংলাদেশের এক এবং স্বতন্ত্র ৯ জন নির্বাচন করছেন।
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) আসনে ১১ প্রার্থীর মধ্যে জাতীয়পার্টির  হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আসাদুজ্জামানের নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। তবে বাকি আটজন ভোটের মাঠে প্রথমবার দাঁড়িয়েছেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তিনপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম মো, আহসানুল হক চৌধুরী ডিউক ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল আগে সংসদ নির্বাচন করেছেন। অন্য প্রার্থীরা নতুন।
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক আসনে আট প্রার্থীর মধ্যে জাতীয়পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছাড়া বাকি সাত প্রার্থী প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশিও জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ছাড়া বাকি দুজন নতুন প্রার্থী।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৯ জনের সবাই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন করছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ)আসনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চোধুরী, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম যাদু এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হুমায়ুন ইজাজ লেভিনের সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা রহয়েছে। অন্য দুই প্রার্থী প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।