দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি আসনে পুরোনোদের সঙ্গে নতুন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কয়েকজন স্বতন্ত্রপ্রার্থী রযে়ছেন। দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী রযে়ছেন। এর মধ্যে নতুন মুখ ২৮ জন।
এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি , কল্যাণ পার্টি , জাসদ, ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপিসহ ১৪টি দল অংশগ্রহণ করছে। জানা গেছে,আওয়ামী লীগ ও জাতীয় পাটিরপ্রার্থী ছাড়া কযে়কটি রাজনৈতিকদল ও স্বতন্ত্র প্রার্থীর অনেকেই সাধারণ ভোটারের কাছে পরিচিত নন। শুধু সাধারণ মানুষ নয়,রাজনৈতিক নেতৃরন্দও অনেকপ্রার্থীকে চেনেন না।
ভোটাররা বলছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে সাধারণ মানুষজন চেনে । এসব দলের মার্কা ও মানুষজন জানেন। কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী হযে়ছেন তাদের সাধারণ ভোটাররা চেনে না। নামসর্বস্ব দলের প্রার্থীদের সঙ্গে এলাকার ভোটারদের কোনো যোগাযোগ নেই। এসব প্রার্থীর বেশির ভাগই জামানত হারাতে পারেন, অনেকে ধারণা করছেন।
যাচাই-বাছাইয়ে এসব আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে আপিলে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী বৈধতা ফিরে পেযে়ছেন। ৪২ জন প্রার্থীর ২৮ জন একেবারে নতুনমুখ। ভোটারের কাছে তারা মোটেও পরিচিত নন।
ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন, জাতীয়পার্টির ছয়, বাংলাদেশ কল্যাণপার্টির এক, জাকের পার্টির দুই, ন্যাশনাল পিপলস পার্টির পাঁচ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এক, তৃণমূল বিএনপির এক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এক, বাংলাদেশ কংগ্রেস পার্টির চার, বাংলাদেশ সুপ্রিম পার্টির দুই, জাসদের এক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট-বিএনএফের এক, কৃষক শ্রমিক জনতা লীগের এক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এক এবং স্বতন্ত্র ৯ জন নির্বাচন করছেন।
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) আসনে ১১ প্রার্থীর মধ্যে জাতীয়পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আসাদুজ্জামানের নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। তবে বাকি আটজন ভোটের মাঠে প্রথমবার দাঁড়িয়েছেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তিনপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম মো, আহসানুল হক চৌধুরী ডিউক ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল আগে সংসদ নির্বাচন করেছেন। অন্য প্রার্থীরা নতুন।
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক আসনে আট প্রার্থীর মধ্যে জাতীয়পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছাড়া বাকি সাত প্রার্থী প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।