রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তর আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতাধীন এ বীজ ও সার বিতরন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খান মো ঃ আব্দুল আল মামুন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় পচা পেঁয়াজের কেজি ১০০ টাকা
উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানায়, উপজেলার ১২ শ ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।