আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ৮:০২ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৩, ২০২৩, ৩:৪৮ পি.এম
কালুখালীতে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বীজ বিতরন
রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তর আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতাধীন এ বীজ ও সার বিতরন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খান মো ঃ আব্দুল আল মামুন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানায়, উপজেলার ১২ শ ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha