ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন জাহাঙ্গীর হোসেন Logo রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন Logo দৌলতপুরে ইটভাটায় দগ্ধ শ্রমিকের মৃত্যু, ৩ লাখ টাকায় আপসরফা Logo পাওয়ার ট্রলির ধাক্কায় এনজিও কর্মী নিহত Logo প্রবাসী প্রেমিকার ২ লাখ টাকার  চুক্তিতে মেসকাত খুন   Logo যশোরের হৈবতপুরে নেতাকর্মীদের সাথে আনোয়ার হোসেন বিপুলের মতবিনিময় Logo যশোরে কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন Logo নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার Logo যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতির মুক্তির দাবীতে ফরিদপুর জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় পচা পেঁয়াজের কেজি ১০০ টাকা

কুষ্টিয়ায় পচা পেঁয়াজের কেজি ১০০,ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে এমন ঘোষণার পর কুষ্টিয়ায় পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। পচা পেঁয়াজের দামও পৌঁছেছে ১০০ টাকায়।

 

সরেজমিনে দেখা যায়, পাইকারি হাটে প্রতি কেজি পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা, নতুন পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। পচা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে যার দাম ছিল প্রায় অর্ধেক।

 

অন্যদিকে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ স্থানভেদে ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একদিনের ব্যবধানে দাম কমেছে কাঁচামরিচের। খু্চরা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, যা আগে ১০০ টাকা ছিল।

 

প্রতি রোববার কুমারখালী উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয় মাঠে বসে সাপ্তাহিক পেঁয়াজের হাট। সকাল সাড়ে ১০টায় হাটে গিয়ে দেখা যায়, কৃষক বা বিক্রেতাদের আনাগোনা নেই। ব্যবসায়ীরা পেঁয়াজ বস্তায় ভরার কাজ করছেন। অনেকটা সুনসান নীরবতা।

 

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এক সপ্তাহের ব্যবধানে সব পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে। মানুষের ঘরে পেঁয়াজ মজুত না থাকায় এবং ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে।

 

হাট থেকে পচা পেঁয়াজ কুড়িয়ে বিক্রি করেন জামিলা খাতুন। তিনি বলেন, প্রায় সাড়ে তিন কেজি পচা পেঁয়াজ পাইছিলাম। ৩০০ টাকা বিক্রি করেছি।

 

পচা পেঁয়াজ ব্যবসায়ী বকুল হোসেন বলেন, বাজারে আমদানি একেবারেই কম। ৮০ থেকে ১০০ টাকা দরে ১৩ কেজি পেঁয়াজ কিনেছি।

 

হাট পরিচালনা কমিটির সদস্য সোহরাব উদ্দিন বলেন, পেঁয়াজের মৌসুমে আট থেকে ১০ হাজার মণ পেঁয়াজ রপ্তানি হতো। সেখানে এ হাটে মাত্র ১৫০ মণ পেঁয়াজ এসেছে। গত সপ্তাহে সর্বোচ্চ চার হাজার টাকা মণ বিক্রি হলেও রোববার হয়েছে সাত হাজার ৮০০ টাকায়।

 

 

কুমারখালী তহবাজারের কাঁচামাল বিক্রেতা মজনু শেখ বলেন, পুরোনো পেঁয়াজের মজুত নেই। নতুন পেঁয়াজ ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম ৪০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু কারসাজি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন জাহাঙ্গীর হোসেন

error: Content is protected !!

কুষ্টিয়ায় পচা পেঁয়াজের কেজি ১০০ টাকা

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

কুষ্টিয়ায় পচা পেঁয়াজের কেজি ১০০,ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে এমন ঘোষণার পর কুষ্টিয়ায় পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। পচা পেঁয়াজের দামও পৌঁছেছে ১০০ টাকায়।

 

সরেজমিনে দেখা যায়, পাইকারি হাটে প্রতি কেজি পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা, নতুন পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। পচা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে যার দাম ছিল প্রায় অর্ধেক।

 

অন্যদিকে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ স্থানভেদে ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একদিনের ব্যবধানে দাম কমেছে কাঁচামরিচের। খু্চরা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, যা আগে ১০০ টাকা ছিল।

 

প্রতি রোববার কুমারখালী উপজেলার চৌরঙ্গী মহাবিদ্যালয় মাঠে বসে সাপ্তাহিক পেঁয়াজের হাট। সকাল সাড়ে ১০টায় হাটে গিয়ে দেখা যায়, কৃষক বা বিক্রেতাদের আনাগোনা নেই। ব্যবসায়ীরা পেঁয়াজ বস্তায় ভরার কাজ করছেন। অনেকটা সুনসান নীরবতা।

 

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এক সপ্তাহের ব্যবধানে সব পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে। মানুষের ঘরে পেঁয়াজ মজুত না থাকায় এবং ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে।

 

হাট থেকে পচা পেঁয়াজ কুড়িয়ে বিক্রি করেন জামিলা খাতুন। তিনি বলেন, প্রায় সাড়ে তিন কেজি পচা পেঁয়াজ পাইছিলাম। ৩০০ টাকা বিক্রি করেছি।

 

পচা পেঁয়াজ ব্যবসায়ী বকুল হোসেন বলেন, বাজারে আমদানি একেবারেই কম। ৮০ থেকে ১০০ টাকা দরে ১৩ কেজি পেঁয়াজ কিনেছি।

 

হাট পরিচালনা কমিটির সদস্য সোহরাব উদ্দিন বলেন, পেঁয়াজের মৌসুমে আট থেকে ১০ হাজার মণ পেঁয়াজ রপ্তানি হতো। সেখানে এ হাটে মাত্র ১৫০ মণ পেঁয়াজ এসেছে। গত সপ্তাহে সর্বোচ্চ চার হাজার টাকা মণ বিক্রি হলেও রোববার হয়েছে সাত হাজার ৮০০ টাকায়।

 

 

কুমারখালী তহবাজারের কাঁচামাল বিক্রেতা মজনু শেখ বলেন, পুরোনো পেঁয়াজের মজুত নেই। নতুন পেঁয়াজ ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম ৪০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু কারসাজি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।