ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমিরাতে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এসোসিয়েশনের বিজয় দিবস পালন Logo তানোরে ভেঁকু দালালদের দৌরাত্ম্য জনজীবন অতিষ্ঠ Logo মাগুরয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত Logo মোহনপুরে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মুনঃ সম্পাদক মাহবুব Logo রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর Logo বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী Logo তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন Logo মাধবদীতে হুমায়ুন কবির নামে এক জনকে গুলি করে হত্যা Logo প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারেক জিয়ার ৩১ দফার দাওয়াত পৌছে দিতে হবে Logo মাত্র একটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে ছড়িয়ে দিয়েছেন হেলাল হাফিজ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বিদায়ী ইউএনওকে বাঘা প্রেসক্লাবের সংর্বধনা

রাজশাহীর বাঘা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার(ইউএনও) শারমিন আখতারকে সংর্বধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে তাকে সংর্বধনা দেওয়া হয়।

বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকরা বিদায় নির্বাহী অফিসার ও উপজেলাসহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষিকর্মকর্তা শফিউল্লাহ সুলতানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

বক্তব্যকালে নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরিকালিন সময়ে বাঘা প্রেসক্লাবের সংবাদকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা করবেন। প্রেসক্লাবে জাতীয় ও স্থানীয় দৈনিকপত্রিকারসংবাদ কর্মীরা নিজেরসংগৃহিত সংবাদ সরবরাহকরে দায়িত্বশীল ভূমিকা পালন করেবলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণেভ’মিকারাখবেনবলেবিশ^াসকরি। আপনাদের দায়িত্বশীল ভ’মিকা, আমাকেমনেকরিয়েদিবেআপনাদে কথা।
অন্যান্যওমধ্যে বক্তব্যরাখেন,উপজেলাসহকারিকমিশনার (ভূমি) জুয়েলআহম্মেদ, উপজেলা কৃষিকর্মকর্তাশফিউল্লাহসুলতান,বাঘা প্রেসক্লাবেরযুগ্ম সাধারণসম্পাদকআমানুলহকআমান, সাংগঠনিকসম্পাদকআসলামআলী, দপ্তরসম্পাদকআশরাফুলইসলাম।উপস্থিত ছিলেন অর্থ সম্পাদকলালনউদ্দিন, প্রচারসম্পাদকফজলুররহমান মুক্তা,সদস্য আব্দুলহামিদ মিঞা, সাইদুলইসলাম, জহুরুলইসলাম, সুব্রতকুমার, মোস্তফিজুররহমান, আবদুসসালাম,
প্রমুখ।
উল্লেখ্য, বাঘাউপজেলারবদলিনির্বাহীকর্মকর্তাশারমিনআখতারপার্শবর্তীলালপুরউপজেলানির্বাহীকর্মকর্মতাহিসেবে যোগদানকরবেনবলেজানা গেছে। বাঘায় যোগদানকরবেনসুজানগরউপজেলানির্বাহীকর্মকর্তাতরিকুলইসলাম।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এসোসিয়েশনের বিজয় দিবস পালন

error: Content is protected !!

বিদায়ী ইউএনওকে বাঘা প্রেসক্লাবের সংর্বধনা

আপডেট টাইম : ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক : :

রাজশাহীর বাঘা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার(ইউএনও) শারমিন আখতারকে সংর্বধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে তাকে সংর্বধনা দেওয়া হয়।

বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকরা বিদায় নির্বাহী অফিসার ও উপজেলাসহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষিকর্মকর্তা শফিউল্লাহ সুলতানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

বক্তব্যকালে নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরিকালিন সময়ে বাঘা প্রেসক্লাবের সংবাদকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা করবেন। প্রেসক্লাবে জাতীয় ও স্থানীয় দৈনিকপত্রিকারসংবাদ কর্মীরা নিজেরসংগৃহিত সংবাদ সরবরাহকরে দায়িত্বশীল ভূমিকা পালন করেবলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণেভ’মিকারাখবেনবলেবিশ^াসকরি। আপনাদের দায়িত্বশীল ভ’মিকা, আমাকেমনেকরিয়েদিবেআপনাদে কথা।
অন্যান্যওমধ্যে বক্তব্যরাখেন,উপজেলাসহকারিকমিশনার (ভূমি) জুয়েলআহম্মেদ, উপজেলা কৃষিকর্মকর্তাশফিউল্লাহসুলতান,বাঘা প্রেসক্লাবেরযুগ্ম সাধারণসম্পাদকআমানুলহকআমান, সাংগঠনিকসম্পাদকআসলামআলী, দপ্তরসম্পাদকআশরাফুলইসলাম।উপস্থিত ছিলেন অর্থ সম্পাদকলালনউদ্দিন, প্রচারসম্পাদকফজলুররহমান মুক্তা,সদস্য আব্দুলহামিদ মিঞা, সাইদুলইসলাম, জহুরুলইসলাম, সুব্রতকুমার, মোস্তফিজুররহমান, আবদুসসালাম,
প্রমুখ।
উল্লেখ্য, বাঘাউপজেলারবদলিনির্বাহীকর্মকর্তাশারমিনআখতারপার্শবর্তীলালপুরউপজেলানির্বাহীকর্মকর্মতাহিসেবে যোগদানকরবেনবলেজানা গেছে। বাঘায় যোগদানকরবেনসুজানগরউপজেলানির্বাহীকর্মকর্তাতরিকুলইসলাম।


প্রিন্ট