রাজশাহীর বাঘা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার(ইউএনও) শারমিন আখতারকে সংর্বধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে তাকে সংর্বধনা দেওয়া হয়।
বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকরা বিদায় নির্বাহী অফিসার ও উপজেলাসহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষিকর্মকর্তা শফিউল্লাহ সুলতানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
বক্তব্যকালে নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরিকালিন সময়ে বাঘা প্রেসক্লাবের সংবাদকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা করবেন। প্রেসক্লাবে জাতীয় ও স্থানীয় দৈনিকপত্রিকারসংবাদ কর্মীরা নিজেরসংগৃহিত সংবাদ সরবরাহকরে দায়িত্বশীল ভূমিকা পালন করেবলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণেভ’মিকারাখবেনবলেবিশ^াসকরি। আপনাদের দায়িত্বশীল ভ’মিকা, আমাকেমনেকরিয়েদিবেআপনাদে কথা।
অন্যান্যওমধ্যে বক্তব্যরাখেন,উপজেলাসহকারিকমিশনার (ভূমি) জুয়েলআহম্মেদ, উপজেলা কৃষিকর্মকর্তাশফিউল্লাহসুলতান,বাঘা প্রেসক্লাবেরযুগ্ম সাধারণসম্পাদকআমানুলহকআমান, সাংগঠনিকসম্পাদকআসলামআলী, দপ্তরসম্পাদকআশরাফুলইসলাম।উপস্থিত ছিলেন অর্থ সম্পাদকলালনউদ্দিন, প্রচারসম্পাদকফজলুররহমান মুক্তা,সদস্য আব্দুলহামিদ মিঞা, সাইদুলইসলাম, জহুরুলইসলাম, সুব্রতকুমার, মোস্তফিজুররহমান, আবদুসসালাম,
প্রমুখ।
উল্লেখ্য, বাঘাউপজেলারবদলিনির্বাহীকর্মকর্তাশারমিনআখতারপার্শবর্তীলালপুরউপজেলানির্বাহীকর্মকর্মতাহিসেবে যোগদানকরবেনবলেজানা গেছে। বাঘায় যোগদানকরবেনসুজানগরউপজেলানির্বাহীকর্মকর্তাতরিকুলইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha