বিএনপি কতৃক আহূত ৩৬ ঘন্টা অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি’র যৌথ উদ্যোগে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এবিসি মিতুলের সভাপতিত্বে আজ সকালে ৭:১৫ মিনিটে শহরের টেপাখোলা হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন করে স্থানীয় সোনালী ব্যাংকের মোড়ে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আবজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা ছাএদলের সহ সভাপতি রফিকুল ইসলাম রনি প্রমূখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন যে, সরকার বিরোধী দলের চলমান আন্দোলনে ভীত হয়ে পুলিশ দিয়ে তা দমনের চেষ্টা করছে। বক্তারা আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।
প্রিন্ট