ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নির্বাচনে ৬ পদে লড়ছেন ১১ প্রার্থী

মোঃ নূর -ই- আলম (কাজী নূর):

 

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার দ্বি- বার্ষিক নির্বাচন আগামী ৩১ মে, শনিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ইতোমধ্যে দুটি প্যানেল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারনায় নেমেছে। তবে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় উভয় প্যানেল তাদের প্রার্থী তালিকায় সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হাসিয়া খাতুনের নাম প্রকাশ করেছে।

.

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে যশোর নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গনে সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে যশোর জেনারেল হাসপাতালে ২৩২, টিবি হাসপাতালে ৬ ও ৭টি স্বাস্থ্য কমপ্লেক্সের ২৪২, মোট ৪৮০ জন ভোটাে ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করতে পারবেন। কোনো ভোটার নির্বাচনী এলাকার বাইরে থাকলেও তাদের জন্য অনলাইন ভোট দেয়ার ব্যবস্থা থাকছে।

.

নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে শাহিদা খাতুন প্যানেলে প্রার্থীরা হলেন, সভাপতি পদে যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, সহ- সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার,
সাধারন সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স শিরিন সুলতানা ও ছাত্র- ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকু রানী দাস।

.

অপরদিকে শাহানাজ পারভীন তারা প্যানেলে, সভাপতি পদে যশোর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা, সহ- সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার পলি, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ও ছাত্র- ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স নিগার সুলতানা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

.

জানতে চাইলে শাহিদা খাতুন প্যানেলে সভাপতি পদপ্রার্থী সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন বাংলার ভোর’কে বলেন, সম্মানিত ভোটারদের রায়ে সভাপতি নির্বাচিত হতে পারলে প্রথমেই কর্মস্থলে বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণ করবো। কেননা বিগত সময়ে অনেক নার্স তাদের সুবিধা মাফিক ডিউটি করেছে। ক্ষমতার অপব্যবহার করে তারা নাইট ডিউটি পর্যন্ত করেনি। কারো ডে অফ থাকলে তাকে সেটা দেয়া হয়নি এমন নজিরও আছে। আমি মনে করি কোন সুযোগ সুবিধা থাকলে তা সবার প্রাপ্য। যা সবার মাঝে সমানভাবে বন্টন করা উচিত। হাসপাতাল কারো ব্যক্তিগত ক্ষমতা দেখানোর জায়গা না, এটা কাজের জায়গা। কেউ এখানে সুযোগ সুবিধা গ্রহণ করবে আর কেউ পড়ে থাকবে সেটা হতে দেয়া যাবে না। আমি সকল নার্সকে সমান চোখে দেখি। চাই সবার স্বার্থ সংরক্ষণে নিরপেক্ষভাবে কাজ করতে।

.

শাহিদা খাতুন আরো বলেন, নির্বাচিত হতে পারলে এসোসিয়েশনে ফান্ড গঠন করে হত দরিদ্র রোগীদের পাশে দাঁড়াবার চেষ্টা করবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখা।

.

অপর প্যানেলে সভাপতি প্রার্থী যশোর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা বাংলার ভোর’কে বলেন, নির্বাচনে বিজয়ী হলে এ হাসপাতালে নতুন নিয়োগের বিষয়ে কথা বলবেন। কারন হাসপাতালটিকে ২৫০ শয্যা বিশিষ্ট বলা হলেও প্রতিদিন গড় রোগী ভর্তি থাকে ৫৬৭ থেকে ৬০০ পর্যন্ত। এতো রোগীর সেবা দিতে আমাদের হিমশিম খেতে হয়। এছাড়া নার্সদের দাবি দাওয়া ও নানা বৈষম্য নিয়ে কেন্দ্রীয় ফোরামে ভূমিকা রাখবেন।

.

নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্র যে নির্দেশনা দেবে সে মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নির্বাচনে ৬ পদে লড়ছেন ১১ প্রার্থী

আপডেট টাইম : এক ঘন্টা আগে
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :

মোঃ নূর -ই- আলম (কাজী নূর):

 

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার দ্বি- বার্ষিক নির্বাচন আগামী ৩১ মে, শনিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ইতোমধ্যে দুটি প্যানেল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারনায় নেমেছে। তবে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় উভয় প্যানেল তাদের প্রার্থী তালিকায় সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হাসিয়া খাতুনের নাম প্রকাশ করেছে।

.

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে যশোর নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গনে সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে যশোর জেনারেল হাসপাতালে ২৩২, টিবি হাসপাতালে ৬ ও ৭টি স্বাস্থ্য কমপ্লেক্সের ২৪২, মোট ৪৮০ জন ভোটাে ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করতে পারবেন। কোনো ভোটার নির্বাচনী এলাকার বাইরে থাকলেও তাদের জন্য অনলাইন ভোট দেয়ার ব্যবস্থা থাকছে।

.

নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে শাহিদা খাতুন প্যানেলে প্রার্থীরা হলেন, সভাপতি পদে যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, সহ- সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার,
সাধারন সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স শিরিন সুলতানা ও ছাত্র- ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকু রানী দাস।

.

অপরদিকে শাহানাজ পারভীন তারা প্যানেলে, সভাপতি পদে যশোর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা, সহ- সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার পলি, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স মোছাঃ হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ও ছাত্র- ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স নিগার সুলতানা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন।

.

জানতে চাইলে শাহিদা খাতুন প্যানেলে সভাপতি পদপ্রার্থী সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন বাংলার ভোর’কে বলেন, সম্মানিত ভোটারদের রায়ে সভাপতি নির্বাচিত হতে পারলে প্রথমেই কর্মস্থলে বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণ করবো। কেননা বিগত সময়ে অনেক নার্স তাদের সুবিধা মাফিক ডিউটি করেছে। ক্ষমতার অপব্যবহার করে তারা নাইট ডিউটি পর্যন্ত করেনি। কারো ডে অফ থাকলে তাকে সেটা দেয়া হয়নি এমন নজিরও আছে। আমি মনে করি কোন সুযোগ সুবিধা থাকলে তা সবার প্রাপ্য। যা সবার মাঝে সমানভাবে বন্টন করা উচিত। হাসপাতাল কারো ব্যক্তিগত ক্ষমতা দেখানোর জায়গা না, এটা কাজের জায়গা। কেউ এখানে সুযোগ সুবিধা গ্রহণ করবে আর কেউ পড়ে থাকবে সেটা হতে দেয়া যাবে না। আমি সকল নার্সকে সমান চোখে দেখি। চাই সবার স্বার্থ সংরক্ষণে নিরপেক্ষভাবে কাজ করতে।

.

শাহিদা খাতুন আরো বলেন, নির্বাচিত হতে পারলে এসোসিয়েশনে ফান্ড গঠন করে হত দরিদ্র রোগীদের পাশে দাঁড়াবার চেষ্টা করবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখা।

.

অপর প্যানেলে সভাপতি প্রার্থী যশোর জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা বাংলার ভোর’কে বলেন, নির্বাচনে বিজয়ী হলে এ হাসপাতালে নতুন নিয়োগের বিষয়ে কথা বলবেন। কারন হাসপাতালটিকে ২৫০ শয্যা বিশিষ্ট বলা হলেও প্রতিদিন গড় রোগী ভর্তি থাকে ৫৬৭ থেকে ৬০০ পর্যন্ত। এতো রোগীর সেবা দিতে আমাদের হিমশিম খেতে হয়। এছাড়া নার্সদের দাবি দাওয়া ও নানা বৈষম্য নিয়ে কেন্দ্রীয় ফোরামে ভূমিকা রাখবেন।

.

নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্র যে নির্দেশনা দেবে সে মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট