মোঃ ইনামুল খন্দকারঃ
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,এই স্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।
.
রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে এ ভুমি মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার( ভূমি) মো. এরফানুর রহমান, এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাজির কাম ক্যাশিয়ার মোঃ রেজা হাসান উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মারুফ হোসেন, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও ভূমি মেলায় সেবা নিতে আসা ভূমির মালিকগণ।
.
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান সাংবাদিকদের বলেন -তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হলো, শেষের দিন আগামী ২৭ মে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হবে। তিনি আরো বলেন মেলা চলাকালীন সময়ে ভূমি সংক্রান্ত যে সকল সেবা রয়েছে- বিশেষ করে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি সংক্রান্ত সেবাসহ ভূমির অন্যান্য সেবা প্রদান করার জন্য প্রতিটা ইউনিয়নে একটি করে ডেস্ক খোলা হয়েছে। সেখান থেকে মানুষ সেবা গ্রহণ করতে পারবেন এবং আমাদের অফিসে প্রতিদিন সকাল থেকেই সেবা প্রদান করা হবে। এখানে সহজভাবেই সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।
.
ভূমি মেলা উদ্বোধনের পর একটি র্যালি মধুখালী পৌরসভা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে এসে সমাপ্ত করেন।
প্রিন্ট