ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফসলি জমিতে জোরপুর্বক পুকুর খনন, উত্তেজনা

আলিফ হোসেনঃ

রাজশশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের (ইউপি) বাদেজোল গ্রামে ফসলি জমিতে জোরপুর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্র জানায়, মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে নিষেধজ্ঞা রয়েছে।কিন্ত্ত তার পরেও জোরপুর্বক ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ,রাজনৈতিক পরিচয়ের হোমরাচোমরারা ক্ষমতার দাপট দেখিয়ে জোরপুর্বক পুকুর খনন করায় নিরহ কৃষকেরা অসহায় হয়ে পড়েছে।

.

এদিকে গত ২৫মে রোববার স্থানীয় বাদেজোল গ্রামের বাসিন্দা অশোক সরকারসহ ১০ জন এবং একই গ্রামের কাউসার আলীসহ ২৩ জন কৃষক পৃথকভাবে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

.

জানা গেছে, মোহনপুর উপজেলার ধুরইল ও বিলপালশা মৌজায় ফসলি জমিতে পাকা ধানখেত নষ্ট করে অবৈধ পুকুর খনন করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধূরইল গ্রামের জনৈক জয়নালের পুত্র সুজন মাদকাসক্ত ও দেশীয় অস্ত্র সজ্জিত কিশোর গ্যাং নিয়ে রাঁতের আঁধারে প্রায় ১১০ বিঘা ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছেন। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অদৃশ্যে ক্ষমতার দাপটে কৃষকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অবৈধভাবে এসব পুকুর খনন করা হচ্ছে। অথচ এসব পুকুর খনন করা হলে অসময়ে জলাবদ্ধতার কারণে এলাকার প্রধান অর্থকারী ফসল পান বরজ, বিভিন্ন ফসলী জমি, বসত বাড়ী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি হবে।

.

অভিযোগে বলা হয়েছে, উপজেলার ধূরইল ইউনিয়নের (ইউপি) বাদেজোল ও বিলপালশা গ্রামের ফসলি জমিতে পাকা ধানখেত গুড়িয়ে দিয়ে অবৈধ পুকুর খনন করা হচ্ছে। পুকুর খননে বাধা দিতে গেলে জনৈক সুজন তার মাদকাসক্ত কিশোর গ্যাং বাহিনী দিয়ে হাত, পা ভাঙ্গাসহ খুন জখমের হুমকি দিচ্ছেন। এই কিশোর গ্যাং দিয়ে বিভিন্ন সময় এলাকার লোকজনকে রক্তপাত ও জখম করে। এই বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না বলেও জনশ্রুতি রয়েছে।

.

স্থানীয কৃষক আব্দুস সালাম ও ফনিদ্রনাথ সরকার বলেন বিল পালশা মৌজার দাগ নং-৩৮, ৪০,১৮, ৩৯, ৯৯, ২০৪,৮০.২০৫,২০৫ ,৮০৮০, ২০১, ১৫৩ ও ১৫৪ দাগে মোট ১১০ বিঘা ফসলি জমিতে এসব পুকুর খনন করা হলে সারা বছর ধান উৎপাদন বন্ধ হয়ে যাবে। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনপাত করতে হবে। তাই তারা অবৈধ পুকুর খনন বন্ধসহ যেটুকু খনন করা হয়েছে তা পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

.

এবিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

.

এবিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফসলি জমিতে জোরপুর্বক পুকুর খনন, উত্তেজনা

আপডেট টাইম : ৪৬ মিনিট আগে
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেনঃ

রাজশশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের (ইউপি) বাদেজোল গ্রামে ফসলি জমিতে জোরপুর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্র জানায়, মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে নিষেধজ্ঞা রয়েছে।কিন্ত্ত তার পরেও জোরপুর্বক ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ,রাজনৈতিক পরিচয়ের হোমরাচোমরারা ক্ষমতার দাপট দেখিয়ে জোরপুর্বক পুকুর খনন করায় নিরহ কৃষকেরা অসহায় হয়ে পড়েছে।

.

এদিকে গত ২৫মে রোববার স্থানীয় বাদেজোল গ্রামের বাসিন্দা অশোক সরকারসহ ১০ জন এবং একই গ্রামের কাউসার আলীসহ ২৩ জন কৃষক পৃথকভাবে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

.

জানা গেছে, মোহনপুর উপজেলার ধুরইল ও বিলপালশা মৌজায় ফসলি জমিতে পাকা ধানখেত নষ্ট করে অবৈধ পুকুর খনন করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধূরইল গ্রামের জনৈক জয়নালের পুত্র সুজন মাদকাসক্ত ও দেশীয় অস্ত্র সজ্জিত কিশোর গ্যাং নিয়ে রাঁতের আঁধারে প্রায় ১১০ বিঘা ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছেন। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অদৃশ্যে ক্ষমতার দাপটে কৃষকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অবৈধভাবে এসব পুকুর খনন করা হচ্ছে। অথচ এসব পুকুর খনন করা হলে অসময়ে জলাবদ্ধতার কারণে এলাকার প্রধান অর্থকারী ফসল পান বরজ, বিভিন্ন ফসলী জমি, বসত বাড়ী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি হবে।

.

অভিযোগে বলা হয়েছে, উপজেলার ধূরইল ইউনিয়নের (ইউপি) বাদেজোল ও বিলপালশা গ্রামের ফসলি জমিতে পাকা ধানখেত গুড়িয়ে দিয়ে অবৈধ পুকুর খনন করা হচ্ছে। পুকুর খননে বাধা দিতে গেলে জনৈক সুজন তার মাদকাসক্ত কিশোর গ্যাং বাহিনী দিয়ে হাত, পা ভাঙ্গাসহ খুন জখমের হুমকি দিচ্ছেন। এই কিশোর গ্যাং দিয়ে বিভিন্ন সময় এলাকার লোকজনকে রক্তপাত ও জখম করে। এই বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না বলেও জনশ্রুতি রয়েছে।

.

স্থানীয কৃষক আব্দুস সালাম ও ফনিদ্রনাথ সরকার বলেন বিল পালশা মৌজার দাগ নং-৩৮, ৪০,১৮, ৩৯, ৯৯, ২০৪,৮০.২০৫,২০৫ ,৮০৮০, ২০১, ১৫৩ ও ১৫৪ দাগে মোট ১১০ বিঘা ফসলি জমিতে এসব পুকুর খনন করা হলে সারা বছর ধান উৎপাদন বন্ধ হয়ে যাবে। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনপাত করতে হবে। তাই তারা অবৈধ পুকুর খনন বন্ধসহ যেটুকু খনন করা হয়েছে তা পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

.

এবিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

.

এবিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট