রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মৌজায় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে খাচ্ছে একটি ভূমিগ্রাসী চক্র। উপজেলা ভূমি অফিস বারবার তাগিদ দিলেও ভূমিগ্রাসীরা সরকারের কোন প্রকার কর/ খাজনা দিতে রাজী হচ্ছিল না।
গত ৬/১২/২০২৩ ইং থেকে উপজেলা ভূমি অফিস খাস খতিয়ানভূক্ত এসব জমির লীজ প্রক্রিয়া শুরু করে। প্রথম দিনে বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী গ্রামের আকবার আলীর পুত্র আশিকুর রহমান (সোনাপুর মৌজার বিএস ১৪৪৫ নং দাগের)সরকারী নিয়ম মেনে ১৭ শতাংশ খাস জমির লীজ গ্রহন করে।
পরদিন দখলে গেলেই বাঁধে বিপত্তি। ভূমিগ্রাসী জাবেদ আলী লীজ গ্রহীত আশিকুর রহমানকে জমি দখলে বাঁধা প্রদান করে। আশিকুর জানায়, জমি দখলে এলে জাবের আমার প্রাননাশের হুমকি দিয়েছে।
এ ব্যাপারে জাবেরের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
প্রিন্ট