বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ও অফিসার ইনচার্জ খায়রুল ইসলামকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ডিসেম্বর) উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এর আয়োজন করা হয়।
বিদায়ী নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বলেন, সরকারি দায়িত্ব পালনকালে তার কর্ম যজ্ঞে সকলের সহযোগিতা পেয়েছেন।
বিদায়ী দুজনকে কেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেন উপজেলা আনসার ভিডিপি অফিস ও সংশ্লিষ্ট সদস্যরা।
উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলনকুমার দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, আব্দুস সাত্তার , আনসার ভিডিপি ওয়ার্ড দলপতি আহাদুজ্জামান।
উপস্থিত ছিলেন আনসার ভিডিপির সকল দলনেতা দলনেত্রী বৃন্দ।।
প্রিন্ট