ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হাসান মহিলা মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শিল্প ও সংস্কৃতি বিষয়ে তৃতীয় দিনে বার্ষীক সামষ্টিক মূল্যায়ণের অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর বারোটায় অত্র মাদ্রাসার সপ্তম শ্রেণীর কক্ষে শিক্ষার্থীরা তাদের হাতে তৈরী নিত্য প্রয়োজনীয় আসবাব পত্র ও রিসোর্ট, মাটির তৈরী ঘর নির্মাণ সহ শহীদ মিনার, স্মৃতিসৌধ, তৈরী করে আনেন।
সরকারের নতুন কারিকুলামকে সাধুবাদ জানিয়ে ” বর্ণে ছন্দে গন্ধে গীতিতে” বার্ষিক মূল্যায়ন পরিদর্শন করেন অত্র মাদরাসার প্রিন্সিপাল এম এ কুদ্দুস, শিক্ষিকা তাহমিন খানম, রুকসানা পারভীন সহ অন্যান্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় প্রিন্সিপাল এমএ কুদ্দুস সকল শিক্ষার্থীদের আগামীর উজ্বল ভবিষ্যৎ সাফল্যের সাথে উত্তরোত্তর কামনা করেন।
প্রিন্ট