বুধবার (২১ এপ্রিল) দুপুরে চাটমোহর থানা পুলিশ সাড়ে ১০ কেজি রুপা ও একটি মোটরসাইকেলসহ এক রৌপ্য চোরাকারবারীকে আটক করেছে। আটককৃত চোরাকারবারী পাবনা সদর উপজেলার দীপচর বিশ্বাসপাড়া গ্রামের মৃত ঈমান মন্ডলের ছেলে বাবুল মন্ডল (৪০)। রুপার মূল্য আনুমানিক ৯ লাখ টাকা।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান,লকডাউন চলাকালে পুলিশ চাটমোহরের ভাদরা বাইপাসে চেক পোস্ট বসায়।
এসময় একটি ডিসকভার-১২৫ সিসি মোটর সাইকেলে বাবুল মন্ডল চেকপোস্ট পার হবার চেষ্টা করে। দায়িত্বপ্রাপ্ত এসআই মমিনসহ অন্যরা তাকে চ্যালেঞ্চ করেন। এক পর্যায়ে তার কোমড়ে বেধে রাখা সাড়ে ১০ কেজি রৌপ্য পাওয়া যায়। পুলিশ বাবুলকে আটক করে মোটরসাইকেল ও রুপা জব্দ করেন। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট