আপনার হাতের কাছে অনেক এন্টিবায়োটিক কিন্তু কোনটায়ই কাজ হচ্ছে না। আপনি এগিয়ে যাচ্ছেন নিশ্চিত মৃত্যুর দিকে, হ্যা এটাই সত্য।
অতএব এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হোন আজই। আর এন্টিবায়োটিকের যথেচ্ছার ব্যবহার নয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ১৮- ২৪ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ।
এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার (২৩.১১.২০) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, লিটু শিকদার, তৈয়বুর রহমান কিশোর প্রমুখ।
এ সময় ডা. খালেদুর রহমান এবং ডা. মোরশেদ আলম জানান, রেজিস্টার্ড ডা. ছাড়া এন্টিবায়োটিক লেখা বা রোগীকে দেওয়া দন্ডনীয় অপরাধ। ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করাও অপরাধ।
যথেচ্ছার এন্টিবায়োটিক ব্যবহার মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে স্বাস্থ্য প্রশাসন ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
প্রিন্ট