বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার (০৫ নভেম্বর ২৩) বাঘা-চারঘাটে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। ট্রাক ও মোটরসাইকেল নিয়ে বাঘা-চারঘাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন তারা।
এতে নের্তৃত্ব দেন, বাঘা-চারঘাটের সাবেক এমপি রায়হানুল হক রায়হান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী ও জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ
সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।
পরে বাঘার ঐতিহাসিক তেঁতুল তলায় সমাবেশে বক্তব্য দেন তারা।
বক্তব্যকালে তারা বলেছেন, অবরোধে জনগণের সাড়া নেই। বিএনপি-জামায়াত যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমরা রাস্তায় আছি, আগামীতেও থাকবো।
বিক্ষিপ্তভাবে কোথাও নৈরাজ্য সৃষ্টি করে যাতে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য সজাগ থাকার আহব্বান জানান তারা।
এতে অংশগ্রহণ করেন বাঘা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন,আড়ানি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মাজদার রহমান,প্রভাষক সানোয়ার হোসেনসহ দলটির বাঘা -চারঘাট উপজেলার নেতাকর্মীরা।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার রাজপথে দেখা যায়নি বিএনপি- জামায়াতে নেতাকর্মীদের। তবে প্রথম দফায় ডাকা তিনদিনের অবরোধ সমর্থনে দু’একটি স্থানে বিছিন্ন ঘটনা ঘটিয়ে উধাও হয়ে গেছেন তারা।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল পুলিশ সার্বক্ষনিক সতর্ক অবস্থানে ছিল। উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শারমিন আখতার বলেন, তার নেতৃত্বে গঠিত টিম মাঠে কাজ করেছে।
প্রিন্ট