বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন”সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে হাতিয়া উপজেলার প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ৪ই নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী;র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয।
প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ , সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,আবু বককার ছিদ্দিক, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন প্রমুখ।
এছাড়া ও হাতিয়ার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপকারভোগীসহ হাতিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও সমাজের প্রতিটি স্থানে সমবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সমবায় সদস্যরা প্রতিটি মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং সমবায়কে আঁকড়ে ধরে জীবন পরিবর্তন করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।