১৯৪৬ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ-২০২৩ ও ৭৬তম বার্ষিক ক্রিড়ার পুরুস্কার বিতরন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২নভেম্বর) বেলা সারে ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের অবিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অবুল কালাম আজাদ,ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,বি.এস.ডাঙ্গী মডেল সরকারি প্রা:বি: প্রধান শিক্ষক শিরিন সুলতানা,পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌর চন্দ্র সাহা,মোঃ নজরুল ইসলাম,মোঃ শাহজাহান শিকদার,মোঃ সিদ্দিকুর রহমান ও অবিভাবক বৃন্দ।
বক্তারা ঐতিহ্যবাহী চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্ননে শিক্ষকদের আরও দায়ীত্বশীল হওয়ার পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে অবিভাকদের সজাগ দৃষ্টি রাখতে দিক নির্দেশনা প্রদান করেন।