ইতালির মিলানে প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের হলরুমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।
পরে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দশজন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রার্থীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন তিনি।
ভাইস কনসাল তাইজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কনসাল ( শ্রম) ছাব্বির আহম্মেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল, কনস্যুলেট অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইতালি আওয়ামী লীগের নেতা-কর্মী, সাংবাদিক ও স্থানীয় কমিউনিটি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় রাষ্ট্রদূত বলেন, একসময় আমরা এনালগ বা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করতাম। পরবর্তীতে মেশিন রিডেবল পাসপোর্ট এলো। কিন্তু বর্তমানে আমরা বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে ই-পাসপোর্ট ব্যবহার করছি। এছাড়া বিদেশে বসে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র করতে পারছি। এসব কিছুর পেছনে প্রধানমন্ত্রীর অনেক অবদান রয়েছে।
এসময় আশোক কুমার দেবনাথ বলেন, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে দুবাইয়ের পর আমরা ইতালি প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দিতে কাজ শুরু করেছি। একটি স্মার্ট কার্ড দিয়ে আপনারা বাংলাদেশে ১৭৫টি সেবা পাবেন। এতে অনেককিছু খুব সহজ হয়ে যাবে। ধীরে ধীরে আমরা সব দেশেই দূতাবাস ও কনস্যুলেট অফিসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করবো।
প্রিন্ট