“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুব ঋন ও সনদপত্র বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রিন্ট