মাগুরা হরতালে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল ও যাএীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
বিএনপি জামাত ও তাদের সমমনা দলগুলোর ডাকা হরতালে মাগুরাজেলা শহরে ভায়না মোড় এলাকায় একটি বাসে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার ১৪:০৮ এসবি এক্সক্লুসিভ (নাটোর,জ-১১০০৩২)পরিবহন নামে একটি বাসে আগুন দেয় তারা। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
মাগুরা ভায়না মোড় ঝিনাইদহ মহা সড়কে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা জেলা পুলিশ। এসবি এক্সক্লুসিভ বাসের ড্রাইভার মোশারফ,ও সুপারভাইজার আব্দুর রহমান জানান,হঠাৎ করে ভায়না মোড় থেকে ২০থেকে ৩০ জন যাএী বাসে উঠে ঝিনাইদহ যাবে বলে গাড়িতে উঠে। বাসটি কাউন্টারে দাড় করানোর সাথে সাথে আগুন দেয়া সহ বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা প্রাণ রক্ষার্থে দ্রুত বাসটি থেকে নেমে পড়েন।
মাগুরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আলী সাজ্জাদ বলেন, অগ্নিসংযোগের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে । তবে বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর রহমান হাসুর নেতৃত্বে হরতাল সফল করতে মাগুরা বিএনপি দুপুরে শহরের পুরাতন বাজার সহ ভায়নার মোড়ে মিছিল বের করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মাগুরাজেলা আওয়ামী যুব লীগসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভায়না মোড় হয়ে চৌরঙ্গী মোড় পযন্ত একটি প্রতিবাদ মিছিল বের করেন।
মাগুরা সদর থানা পুলিশের ইনচার্জ সেকেন্দার আলী জানান,হরতাল সফল করতে মাগুরা বিএনপি দুপুর আড়াইটায় জেটিসি সড়কে মিছিল বের করেন,এ সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা ভায়না মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ করে। পরে মাগুরা ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ টহল জোরদার করা হয়েছে । প্রাথমিক তদন্তের স্বার্থে এসবি এক্সক্লুসিভ'(নাটোর জ-১১০০৩২)পরিবহন টি মাগুরা জেলা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
প্রিন্ট