রাজশাহীর বাঘায় শ্রেণী পেশার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এক হাজার শাড়ি- লুঙ্গিসহ গেঞ্জি, র্টি-শার্ট বিতরণ করা হয়েছে । শনিবার (২৮ অক্টোবর ২৩) সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্তের নারায়ণপুর গ্রামের বাড়িতে লক্ষীপূজা উপলক্ষে এই শাড়ি-লুঞ্জি বিতরণ করেন।
শাড়ি পেয়ে নব্বই বছর বয়সী সাজেদা বেওয়া হাসি মুখে বলেন, আমার পরনের শাড়িটি ছিঁড়ে গেছে। শাড়ি পেয়ে খুব উপকার হয়েছে। দোয়া করি সে যেন গরীব-দুখি মানুষের পাশে থাকেন।
- আরও পড়ুনঃ দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে মানববন্ধন
এ সময় উপস্থিত ছিলেন,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ নূর মোহাম্মদ তুফান,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম, নজরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু), সাধারন সম্পাদক অপূর্ব সাহা, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, আমজাদ হোসেন খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রিন্ট