আনোয়ারুল আজিমদ বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।
বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় গত বছরের ১৭ ডিসেম্বর। প্রথম ইউনিটের উৎপাদন শুরুর পর কয়লাসংকট এবং কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকবার উৎপাদন বন্ধ রাখতে হয়। তবে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে।
প্রিন্ট