ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে কলেজ অধ্যক্ষের আওয়ামী প্রীতি জনমনে ক্ষোভ Logo নাটোরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন Logo লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু Logo শিবচরে ভুয়া র‍্যাব সেজে প্রতারণার চেষ্টা, সাবেক সেনা সদস্য আটক Logo জয়পুরহাটে দুই দশকের ৫০৬ মামলার আলামত ধ্বংস Logo গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ Logo ফরিদপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত Logo সেফ হোমে অবস্থানরত সামাজিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রে নিবাসীদের মাঝে জন্ম সনদ বিতরণ Logo শ্যামনগরে নারী কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও জৈব সার বিতরণ Logo পদ্মার বালুমহাল দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, নিখোঁজ ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রবিবার একাদশ সংসদের শেষ অধিবেশন

আগামীকাল ২২ অক্টোবর বসবে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। চলতি সংসদের এটিই শেষ অধিবেশন। শুরু হবে বিকেল ৪টায়।

গত ৫ অক্টোবর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের ২৫তম এই অধিবেশন বসবে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। এটি ২০২৩ সালের ৫ম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশনটি আহ্বান করেন।

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল বিকেল ৩টায় বসবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৫তম বৈঠক। জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টায় বসবে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেষ হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্তি টানেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ৯ কার্যদিবসের এই অধিবেশনে উত্থাপিত ৩৫টি বিলের মধ্যে ১৮টি বিল পাস করা হয়। অধিবেশনটির শেষ দিনে তিনটি কমিটি পুনর্গঠন হয়। স্থায়ী কমিটি ১৭টি রিপোর্ট উপস্থাপন করে। এ ছাড়া স্থায়ী কমিটির ৩০টি কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়। প্রধানমন্ত্রীর জন্য জমা পড়া ২৫টি প্রশ্নের মধ্যে তিনি ১১টির জবাব দেন। আর অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্নের মধ্যে তারা ৫২৬টি জবাব দেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

তানোরে কলেজ অধ্যক্ষের আওয়ামী প্রীতি জনমনে ক্ষোভ

error: Content is protected !!

রবিবার একাদশ সংসদের শেষ অধিবেশন

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :

আগামীকাল ২২ অক্টোবর বসবে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। চলতি সংসদের এটিই শেষ অধিবেশন। শুরু হবে বিকেল ৪টায়।

গত ৫ অক্টোবর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের ২৫তম এই অধিবেশন বসবে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। এটি ২০২৩ সালের ৫ম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশনটি আহ্বান করেন।

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল বিকেল ৩টায় বসবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৫তম বৈঠক। জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টায় বসবে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেষ হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্তি টানেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ৯ কার্যদিবসের এই অধিবেশনে উত্থাপিত ৩৫টি বিলের মধ্যে ১৮টি বিল পাস করা হয়। অধিবেশনটির শেষ দিনে তিনটি কমিটি পুনর্গঠন হয়। স্থায়ী কমিটি ১৭টি রিপোর্ট উপস্থাপন করে। এ ছাড়া স্থায়ী কমিটির ৩০টি কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়। প্রধানমন্ত্রীর জন্য জমা পড়া ২৫টি প্রশ্নের মধ্যে তিনি ১১টির জবাব দেন। আর অন্যান্য মন্ত্রীদের জন্য ৭৩৯টি প্রশ্নের মধ্যে তারা ৫২৬টি জবাব দেন।


প্রিন্ট