ফিলিস্তিনিদের ওপর হামলা ও নির্যাতন এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জেলার বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ওলামায়ে কেরাম ও ঐক্যবদ্ধ মুসলিম সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু চত্বর এলাকায় পথসভায় বক্তব্য কালে বিশ্ব মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।এতে বক্তব্য রাখেন বাঘা শাহী মসজিদ এর ইমাম মুফতি আশরাফ আলী, বঙ্গবন্ধু চত্বর মসজিদের ইমাম, হাফেজ আরিফুর রহমান, বাঘা পৌর মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান মিনার প্রমুখ। বিক্ষোভ মিছিলটি শাহী মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয়।
প্রিন্ট